Course Content
মার্কেটিং ফান্ডামেন্টাল
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেম্বার্স প্যানেলে জয়েন করার জন্য। এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পরিপূরণ একটি গাইডলাইন পাবেন।
0/2
অ্যাডভান্স ফানেল
→ স্বাগতম আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সে। এই কোর্সে আপনি কি শিখতে যাচ্ছেন এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
0/2
ট্রাফিক সিক্রেট
0/2
ইনকাম চ্যালেঞ্জ
0/2
অ্যাফিলিয়েট মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্স ইন্ট্রো ভিডিও
About Lesson

আপডেট নোটিসঃ 01/05/2021

আমাদের পয়েন্ট সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। 

===============

আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো ভাই একেবারেই নতুন, আমি কি এই কোর্স থেকে লাভবান হতে পারবো?  আপনার যদি একি রকম জিজ্ঞাসা থাকে তাহলে আমি বলবো- 

এই কোর্স এ মূলত ২ ভাগে ভাগ করা হয়েছে।  থিউরিক্যাল এবং প্রাক্টিক্যাল।  আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এই কোর্স আপনার জন্য পারফেক্ট।  আর যদি অ্যাডভান্স লেভেলে থেকে থাকেন তাহলেও আপনি লাভবান হতে পারবেন।  কারণ এখানে আমি আমার সিক্রেট অনেক ম্যাথড শেয়ার করেছি যা কিনা অনেকেই শেয়ার করে না। 

এই কোর্স সবার জন্যই উপযোগী হবে।  কারণ, এখানে আমি আমার কাজের প্রতিটি স্টেপ পিন টু পিন ক্লিক রেকর্ড করে দেখিয়েছি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হয়,  কিভাবে অ্যাডভান্স ফানেল তৈরি করতে হয় এবং কিভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। 

ধন্যবাদ, ভিডিও টি দেখার জন্য।  পরবর্তী ভিডিও দেখতে ডান দিকের বাটনে ক্লিক করুন।  এবং এই ভিডিও তে যদি রিসোর্স এ কোন লিঙ্ক মিসিং থাকে তাহলে ভিডিও নাম্বার সহ গ্রুপে পোষ্ট করুন।  আমাকে মেসেজ করতে ডান দিকের ফেসবুক মেসেজ বাটনে ক্লিক করুন।